ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
(টিআইবি) এর বাৎসরিক দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২৪- এ
অংশগ্রহণে আগ্রহী সকল তরুণদের কাছ থেকে মৌলিক ও সৃজনশীল কার্টুন আহ্বান করা যাচ্ছে।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদযাপনের
অংশহিসেবে আয়োজিত
প্রতিযোগিতার হাতে আঁকা গ্রুপের
(ক ও খ) বিজয়ী প্রথম তিনজনকে ক্রেস্ট ও সনদসহ যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০
হাজার টাকার চেক পুরস্কার
হিসেবে প্রদান করা হবে।
এ ছাড়া ডিজিটাল-পদ্ধতি বিভাগে বিজয়ীকে পুরস্কার হিসেবে ৭৫ হাজার টাকার
চেক, ক্রেস্ট
ও সনদ প্রদান করা হবে।
- ১. প্রতিযোগিতায় প্রেরিত কার্টুনে প্রতিযোগীর দৃষ্টিতে ‘দুর্নীতি ও নৈতিক
অবক্ষয় এর নেতিবাচক
প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।
- ২. কার্টুনটি ১২ X১৬ অথবা ১২X১৮ ইঞ্চি আকারের ল্যান্ডস্কেপ/পোর্ট্রেট
দুইভাবে আঁকা যাবে।
নির্দিষ্ট মাপের বাইরে আঁকা কার্টুন প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
- ৩. যেকোনো মাধ্যমে (কালি-কলম, জল রং, পোস্টার কালার, পেস্টাল বা ক্রেয়ন
কালারে) আঁকা কার্টুন জমা
দেওয়া যাবে এবং সীমিত ক্যাপশন ব্যবহার করা যাবে।
- ৪. একজন প্রতিযোগী ভাঁজহীন অবস্থায় একাধিক কার্টুন পাঠাতে পারবেন। খামের
উপরে ‘দুর্নীতিবিরোধী
কার্টুন প্রতিযোগিতা ২০২৪’ ও ‘বিভাগ’ উল্লেখ করতে হবে।
- ৫. প্রতিযোগীকে প্রদত্ত ওয়েব লিংকের মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে
হবে এবং এসএমএস/ইমেইলে পাঠানো অটো জেনারেটেড
নিবন্ধন নম্বরটি ‘‘কার্টুনের’’ অপর পাশে পেন্সিল দিয়ে লিখতে হবে। এক্ষেত্রে নাম, পরিচয় ও বয়স উল্লেখ
করার দরকার নেই।
- ৬. অনলাইন নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, বয়স, পাসপোর্ট সাইজ ছবি, চিঠি
পাঠানোর ঠিকানা, শিক্ষা
প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানের নাম, ইমেইল, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি প্রভৃতি অবশ্যই উল্লেখ ও
আপলোড করতে হবে।
- ৭. যেহেতু অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই প্রতিযোগীর ‘‘ব্যক্তিগত
উপাত্তের’’ সর্বোচ্চ
সুরক্ষা নিশ্চিত করাসহ শুধুমাত্র এই প্রতিযোগিতা-সংশ্লিষ্ট কাজেই ব্যবহৃত হবে। এক্ষেত্রে টিআইবির
‘‘উপাত্ত সুরক্ষা নীতিমালা’’ অনুসরণ করা হবে।
- ৮. কার্টুন অবশ্যই মৌলিক হতে হবে। কার্টুনটি অন্য কোনো প্রতিযোগিতায় জমা
দেওয়া হয়নি এবং অন্য কোনো
কার্টুনের অনুকরণ বা অন্যকে দিয়ে আঁকানো হয়নি- মর্মে প্রত্যেক কার্টুনিস্টকে একটি অঙ্গীকারনামা
সংযুক্ত করতে হবে। পরবর্তী সময়ে অঙ্গীকারনামা অসত্য প্রমাণিত হলে পুরস্কার ও মনোনয়ন বাতিল করা হবে
এবং পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ, ক্রেস্ট ও সনদ ফেরত দিতে হবে।
- ৯. প্রতিযোগিতায় টিআইবির মনোনীত বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে
বিবেচিত হবে।
- ১০. প্রতিযোগিতায় জমা দেওয়া সকল কার্টুনের স্বত্ব টিআইবির। টিআইবি এগুলোর
সংরক্ষণ, প্রচার ও
ব্যবহার করতে পারবে।
- ১১. টিআইবির কোনো কর্মী ও তাদের নিকটাত্মীয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে
পারবেন না।
ডিজিটাল-পদ্ধতির জন্য অতিরিক্ত নিয়মাবলী
‘ডিজিটাল-পদ্ধতি’ বিভাগের অংশগ্রহণকারীদের উল্লিখিত (প্রয়োজ্য
ক্ষেত্রে) নিয়মাবলীসহ নিন্মোক্ত
নিয়মাবলীসমূহ অবশ্যই অনুসরণ করতে হবে:
- ১. কম্পিউটার, ডিজিটাল গ্রাফিক ট্যাব ও আইপ্যাড- এর সহযোগিতায় ডিজিটাল
ফরমেটে আঁকা মৌলিক আর্টওয়ার্ক
জমা দেওয়া যাবে। এক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার ও ডিভাইসের নাম উল্লেখ করতে হবে। তবে এআই (AI)- এর
সহযোগিতায় আঁকা ‘কার্টুন’ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
- ২. মূল আর্টওয়ার্কটির অরিজিনাল সফটওয়্যার লেয়ার ফাইল (PSD, Photoshop
Document, TIEF etc…) গুগল ড্রাইভ বা ড্রপবক্সে আপলোড করে লিংকটি ফর্মের নির্দিষ্ট স্থানে দিতে হবে।
একইসঙ্গে আর্টওয়ার্কটির JPG ফাইলও আপলোড করতে হবে।
- ৩. আর্টওয়ার্কটি প্রিন্টযোগ্য হাই-রেজুলেশনে (কমপক্ষে 300ppi/dpi) আপলোড
করতে হবে।
- ৪. ডিজিটাল-পদ্ধতিতে আঁকা ‘কার্টুন’- এর প্রিন্ট কপি (ম্যাট/ গ্লোসি
ফটোপেপার; ১২ X ১৬ অথবা
১২ X ১৮ ইঞ্চি আকারের ল্যান্ডস্কেপ/ পোর্ট্রেট) ভাঁজহীন অবস্থায় নিন্মলিখিত ঠিকানায় অবশ্যই পাঠাতে
হবে। অন্যথায় কার্টুনটি বিচারকার্যের জন্য বিবেচনা করা হবে না।